সোনালী ব্যাংকের ভল্টের কত টাকা লুট হয়েছে খতিয়ে দেখা হচ্ছে

0

রুমা উপজেলা মসজিদ ঘেরাও করে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই, আনসার ও পুলিশের অস্ত্র-গুলি লুট এবং সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে লুটপাটের ঘটনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কত টাকা লুট হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনো জানা যায়নি। এছাড়া অপহৃত ব্যাংকের ম্যানেজারের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বুধবার (৩ এপ্রিল) সকালেই ঘটনাস্থলে ছুটে গেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.মাহফুজুর রহমান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীনসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে রয়েছে সিআইডি। 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here