বান্দরবানে সোনালী ব্যাংকের টাকা লুট, ম্যানেজার অপহরণ

0

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও প্রহরীদের ১৪ অস্ত্র লুট করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণও করেছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী ব্যাংকটি ঘিরে ফেলে এ ঘটনা ঘটায়। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ ঘটাতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

ঘটনার পরই রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘কারা এ হামলা করেছে আমরা যাচাইবাছাই করছি। আর কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে ভল্ট পরীক্ষা করে দেখতে হবে, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা এলে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here