নরসিংদীতে এক চালকের আঘাতে আরেক চালকের মৃত্যু

0

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জের ধরে পিকআপ ভ্যানের চালকের ঘুষিতে মোতাহার হোসেন (৪০) নামের এক ট্রাক চালকের মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবীতে নিহতের লাশ নিয়ে থানা প্রাঙ্গনে জড়ো হয় স্বজনরা। এসময় অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাসে লাশ নিয়ে যায় স্বজনরা। 

সোমবার রাতে আহত ট্রাকচালককে নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারী মাহমুদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোতাহার হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার আবদুল খালেকের ছেলে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম পলাতক। তবে তার সহকারী মাহমুদুল হাসানকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে, চালক সিরাজুলকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here