লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩৪ জেলেকে আটক করেছে মৎস বিভাগ। মঙ্গলবার ভোর রাতে মেঘনার বিভিন্ন পয়েন্ট যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মৎস্য অফিস সহকারী মনির হোসেনের সহযোগিতায় এসময় ছোট-বড় ৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ১০ লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। পরে সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ভ্রাম্য্যমান আদালত বসিয়ে আটককৃদের মধ্যে একজনকে ২ হাজার টাকাসহ প্রতি জেলে ১হাজার টাকা হারে ৩১ জেলেকে মোট৩২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। বাকী ৩ জেলে অপ্রাপ্ত হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মার্চ-এপ্রিল দু মাস নদীতে নিষেধাজ্ঞা থাক শর্র্তেও অসাধুু জেলেরা নদী জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে নদীতে নামছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে ৩৪ জেলে আটক করা হয়। তাদের অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত জাল আগুনেন পুড়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধার কৃত কিছু মাছ এতিমখানায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণের সরকারের নিষেধাজ্ঞ বাস্তবায়নে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।