চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

0

বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে আঘাত পেয়েছেন তামিম ইকবাল। সেই চোট নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে।

আয়ারল্যান্ডের ইনিংসের ৫৯তম ওভারে ঘটেছে ঘটনাটি। আইরিশ ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রিন তাইজুল ইসলামের বলে ডিপ মিড উইকেট দিয়ে খেলেছিলেন। বাউন্ডারি লাইনের কিছুটা সামনে ছিলেন তামিম। বল দেখে পেছনে সরে ডাইভ দিয়ে ক্যাচ নিতে যান তিনি। নাগাল পাননি। উল্টো পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পান তিনি। 

বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল জানিয়েছেন, তামিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শেষ দিকে ফিল্ডিংয়ে না থাকলে বাংলাদেশের ইনিংস ওপেন করতে পারবেন না এই ওপেনার। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here