স্থানীয় সময় সোমবার সাময়িকভাবে খুলে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দরের চ্যানেলটি। আটকে পড়া টাগ বোট ও মালবাহী নৌকাগুলোকে সরিয়ে নিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কয়েক দিন আগে বাল্টিমোর সেতুতে একটি মালবাহী জাহাজ ধাক্কা দেয়। এতে সেতুটি পুরোপুরি ধসে যায়। সংস্কার কাজ করা ছয় জন কর্মীর পানিতে ডুবে মৃত্যু হয়।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু করতে আরো বেশকিছুদিন লেগে যাবে। মালবাহী জাহাজটি পুরোপুরি না সরানো পর্যন্ত চ্যানেলটি সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স