ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্নে যান চলাচল অব্যাহত রাখতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫১ কিলোমিটার জুড়ে চকরিয়া উপজেলার দুটি হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের দুটি টিম দিনে-রাতে মহাসড়কে টহল দিয়ে যাচ্ছে। সড়কে কোন ধরনের বিশৃঙ্খলা, যানজট ও দুর্ঘটনা এড়াতে পুুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে যাতে কোন ধরনের ত্রি-হুইলার চলাচল না করে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে এ লক্ষ্যে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে।