বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
কলজ চত্ত্বরে মিছিল শেষে কলেজের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মো. বায়জীদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম, জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক নিপুন রায়, রিজভি আহমেদ জয়, মো. মামুন শেখ ও তামিম আহমেদ।