তাইজুল ইসলাম, এবাদত হোসেনদের বোলিং তাণ্ডবে ২১৪ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে আইরিশরা। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল।
মিরপুরের উইকেট ছিল ব্যাট করার জন্য বেশ সহায়ক। তবে অভিজ্ঞতার অভাবে বেশিদূর এগোতে পারেনি না আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের বাঁহাতি স্পিনের ধাঁধা মেলাতে ব্যর্থ হয় তারা। শেষ সেশনে কোনমতে দুইশো পার করেই গুটিয়ে যায় সফরকারী দলটি।
অন্যদিকে এবাদত ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুইটি করে উইকেট। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেনিন বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ।
আর চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে শঙ্কা কাটিয়ে তামিমকে ওপেন করতে দেখা গেছে টাইগারদের প্রথম ইনিংসে।