বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রান তুলে দিন শেষ করল শ্রীলঙ্কা। এতে সোমবার তৃতীয় দিন শেষে লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ৪৫৫ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রান করে শ্রীলঙ্কা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
হাসান নিয়েছেন চার উইকেট, খালেদ দুটি। শ্রীলঙ্কার হয়ে ক্রিজে আছেন ৩৯ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুস ও প্রবাত জয়সুরিয়া (৩)।