চাঁদপুরে জাটকাসহ গ্রেফতার ২

0

চাঁদপুরে দেড় শ’ কেজি জাটকা পাচারকালে কাদির (১৮) ও নুরুল ইসলাম (২০) নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতে মামলা দায়েরের পর দু’জনকে জেলহাজতে প্রেরণ করে।

ওইদিন ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে মার্কেট সংলগ্ন পাকা রাস্তা থেকে জাটকাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামে ও কাদির সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: শাহজাহান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here