১৫ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হচ্ছে কেজরিওয়ালকে

0

আবগারি নীতি দুর্নীতি মামলায় আদালতে স্বস্তি পেলেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়া ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। 

তাকে ১৫ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ১৯ এপ্রিল থেকে ভারতে শুরু হচ্ছে ২০২৪ লোকসভা ভোট। ইডি হেফাজতের থাকার এমন নির্দেশের ফলে স্বভাবতই লোকসভা ভোটের আগে বিপাকে আম আদমি প্রধান।

এর আগে গত ১৫ মার্চ দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। 

উল্লেখ্য, সোমবার কেজরিওয়ালকে আদাললে তোলা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি যা করছেন, তা দেশের জন্য ভালো নয়।’ 

এর আগে রবিবার ইন্ডিয়া জোটের সভায় কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী মোদির দিকে আঙুল তোলেন। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে, আম আদমি পার্টি কোন পথে হাঁঁটে, সেদিকে তাকিয়ে ভারত। 

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজত নিয়ে আদালতের পূর্ববর্তী নির্দেশিত তারিখ আজ শেষ হয়। সেই নিরিখে আজ আদালতে তোলা হয়েছিল কেজরিওয়ালকে। তাকে আবগারি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে ১৫ দিনের ইডি হেফাজত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। 

আদালতে ইডি দাবি করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী একেবারেই ‘সহযোগিতা করছেন না’। আর তার জেরেই এই ১৫ দিনের হেফাজত বৃদ্ধির দাবি আদালতে জানায় ইডি। 

এর আগে কেজরিওয়ালের তরফে দিল্লি হাইকোর্টে এক মামলায়, তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। সেই মামলায় আদালত ইডির বক্তব্য জানতে চেয়েছে। আর তা জেনেই হবে পরবর্তী শুনানি। 

এদিকে, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি ঘিরে দিল্লির পারদ তুঙ্গে। সেখানে গতকাল রবিবার ‘লোকতন্ত্র বাঁচাও’ সভার আয়োজন করে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী এই জোটের সভায় কংগ্রেস, আপ, তৃণমূল কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি সহ বহু পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলাদা করে নজর কেড়েছিল অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের বক্তব্য। তিনি তুলে ধরেছিলেন তার জেলবন্দি স্বামীর পাঠানো বার্তা। সেখানে কেজরিওয়াল ৬টি গ্যারান্টির কথা জানিয়েছেন। যদি ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসে, তাহলে সেই ৬ প্রতিশ্রুতি পূরণ হবে বলেও তিনি জানান। 

প্রসঙ্গত, বিজেপি যেখানে ‘মোদি কি গ্যারান্টি’ নিয়ে সরব, সেখানে কেজরি শিবির পাল্টা তাদের গ্যারান্টি তুলে ধরেছে। এদিকে, প্রশ্ন উঠেছিল, জেলে থাকা অবস্থায় কি দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন কেজরিওয়াল? তার উত্তরে সাংবাদিকদের আপ প্রধান জানিয়ে দিয়েছেন যে, তিনি দিল্লির মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here