স্বর্ণের দামে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ল ভারত। সোমবার দেশটিতে দাম বেড়ে প্রতি ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৪৮৭ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ হাজার ৪১২ টাকা। এ নিয়ে ২০২৪ সালে দেশটিতে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ক্রেতা ভারত। দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের চাহিদায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একজন সরকারি কর্মকর্তা ও দুজন ব্যাংক ডিলার জানিয়েছেন, আগের মাসের তুলনায় মার্চে ভারতের স্বর্ণের আমদানি ৯০ শতাংশের বেশি কমে যাবে, যা করোনাভাইরাস মহামারীর পর থেকে সর্বনিম্ন।
তিন বছরেরও বেশি সময়ের মধ্যে গত মার্চ মাসে স্বর্ণের বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য মাসিক মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে। একই সময়ে স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ১৫ ডলার, প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২২ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স, টাইমস নাউ নিউজ, মানি কন্ট্রোল