ক্যারিয়ারের সায়াহ্নে এসে দারুণ এক অর্জন ধরা দিল মাহেন্দ্র সিং ধোনির হাতে। প্রথম উইকেটকিপার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
আইপিএলে রবিবার (৩১ মার্চ) চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন ধোনি। দিল্লির ইনিংসের একাদশ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ওপেনার পৃথ্বী শর ক্যাচ নিয়ে ৩০০ ডিসমিসাল পূর্ণ করেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। ৪২ বছর বয়সী ধোনির ৩০০ ডিসমিসালের মধ্যে ক্যাচ ২১৩টি, স্টাম্পিং ৮৭টি।
পরে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেও উপলক্ষটা জয়ে রাঙাতে পারেননি ধোনি। দিল্লির কাছে ২০ রানে হেরে যায় চেন্নাই। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩টি ছক্কা ও ৪টি চারে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ধোনি। চলতি আসরে দলের তিন ম্যাচের মধ্যে এই প্রথম ব্যাটিংয়ে নামলেন তিনি।