ফরিদপুরে স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

0

ফরিদপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিশু আদেল উদ্দিন সরদারকে (১৩) হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি এ হত্যার ঘটনা ঘটে। ১২ বছর পর রবিবার এ রায় ঘোষণা করা হলো। ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ওই দুই আসামি হলেন, ভাঙ্গার মালিগ্রাম এলাকার মো. সিকিম আলী (৪০) ও সদরপুরের চরমানাই এর আকরাম মাতুব্বর (৪৭)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাঁদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, আদেল উদ্দিন সরদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের কৃষক খালেক সরদারের ছেলে। শিশুটি স্থানীয় সৈয়দ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ে পড়ত। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি আদেল বাড়ি থেকে কিছুটা দূরে চরদুয়াইর মোল্লার মোড়ের এক মুদি দোকানে টেলিভিশন দেখতে গিয়ে নিখোঁজ হয়। আট দিন পর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া-শিমুল বাজার আঞ্চলিক সড়কের পাশের এক গম খেত থেকে গলিত ও ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here