বগুড়ার কাহালুতে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টায় শাজাহান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার কালাই ইউনিয়রের চকনজিব মল্লিকপাড়ায় এই ঘটনা ঘটে। শাজাহান চকনজিব গ্রামের মল্লিকপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
রবিবার শিশুকন্যার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে শিশুকন্যা আসামীর বাড়িতে যায় তার মেয়ের সাথে খেলাধুলার জন্য। হটাৎ করে শিশুকন্যার চিৎকার শুনে তার মা আসামীর বাড়িতে গেলে আসামী শাজাহান দৌঁড় দিয়ে পালিয়ে যায়। ধর্ষণ চেষ্টার বিষয়টি গ্রামবাসী জানার পর রাত ১১ টার দিকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ শাজাহানকে গ্রেফতার করে।