লিংকডইনে শেয়ার করা যাবে শর্ট ভিডিও

0

চাকরি খোঁজার ক্ষেত্রে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় লিংকডইনকে। পেশাজীবীদের কাছে অন্যতম পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যম এটি। বর্তমানে বিশ্বে ১০০ কোটির বেশি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটিতে। এখানে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। 

এবার ইনস্টাগ্রাম, ফেসবুককের মতো শর্ট ভিডিও শেয়ার করার সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। অ্যাপে চাকরি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকবে ছোট ছোট ভিডিও। থাকবে ‘ভিডিও’ ট্যাব। রেলেভ্যান্ট ভিডিওই যাবে লিংকডইন ব্যবহারকারীদের ওয়ালে। সংস্থার দাবি, নতুন এই ফিচারের হাত ক্রিয়েটিভিটির হাবে পরিণত হবে এই অ্যাপ। এর আগে গেমিং ফিচার অ্যাড করেছিল লিংকডইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here