ভবিষ্যতে অ্যাপের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে : ভোক্তার ডিজি

0

অ্যাপের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘অ্যানালগ পদ্ধতির মনিটরিং কার্যক্রম থেকে বের হয়ে এসে ভবিষ্যতে বাজার মনিটরিং ডিজিটাল অ্যাপের মাধ্যমে করা হবে।’

রবিবার ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান প্রসঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিজি বলেন, ‘অ্যানালগ পদ্ধতিতে বাজারে অভিযান পরিচালনা করলে দেখা যায়, একই এলাকায় বারবার অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে আবার এমন অনেক এলাকা আছে যেখানে অভিযান পরিচালনা করা হয়নি। সবকিছু যাতে একটি নিয়মের আওতায় আসে তাই বাজার মনিটরিং অ্যাপভিত্তিক করা হবে।’
 
এছাড়া অ্যাপভিত্তিক বাজার মনিটরিং ব্যবস্থা চালু হলে স্বচ্ছতা আসবে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘কোথায় কোথায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এর ফলাফল কী সেগুলো অ্যাপে থাকলে মোবাইল কোর্ট নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here