ভারতের বিএসএফ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ভারতের-৪৩ ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করেছে বলে বিএসএফ জানিয়েছে। একই সময় বাংলাদেশিদের সাথে পাচার বাণিজ্যে জড়িত এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯), দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)।
ফেনী-৪ বিজিবির সিও লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা জানান, তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাদের আটক করে। আমরা বিএসএফ এর কাছে তাদের পরিচয় জানতে বার্তা দিয়েছি। বিস্তারিত জানার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।