টেকনাফের গহীন পাহাড়ে হাতির মরদেহ

0

কক্সবাজারের টেকনাফের লেদা পাহাড়ি এলাকায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ের গহীন অরণ্যে হাতিটির মৃত্যু হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যায়। হাতিটির আনুমানিক বয়স ৭০ থেকে ৮০ বছর। 
এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে মৃত্যুর আসল কারণ। মৃত হাতিটির পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here