গাইবান্ধায় শিশুর লাশ উদ্ধার, আটক ৩

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নয় বছর বয়সী শিশুটির নাম জিৎ কুমার। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমারের পুত্র।

শনিবার বেলা দুইটার দিকে ওই গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মৃৃতদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ ।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, তদন্তের স্বার্থে আটকদের নাম আপাতত প্রকাশ করা যাবে না। শিশুটিকে হত্যা করে লাশ ভুট্টাক্ষেতে ফেলে রাখার পেছনে কি রহস্য থাকতে পারে তার তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here