নির্বাচনি প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করতে পারবেন না ইউসুফ পাঠান

0

এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে সেই প্রচারণায় ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট টিমের কোনো ছবি ব্যবহার করতে পারবেন না পাঠান।

তিনি জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানকে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয়ের সূত্র জানিয়েছে, নির্বাচন প্যানেল কংগ্রেসের অভিযোগ যাচাই করে এর যৌক্তিকতা খুঁজে পেয়েছে। 

শুক্রবার (২৯ মার্চ) ইসি থেকে ইউসুফকে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় দলের ছবি তিনি নির্বাচনি প্রচারে ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে যেসব ছবি প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে, তা-ও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একইসঙ্গে ইসি তাকে প্রচারণায় জাতীয় পতাকা ব্যবহার করতেও নিষেধ করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here