বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা সদস্য

0

মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সেনা সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেন। 

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৭৭ জন মিয়ানমার বর্ডার পুলিশ -বিজিপি সদস্যরা পালিয়ে এসেছিল। আজকে আসা তিন জনকে তাদের সঙ্গে রাখা হয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here