ঝালকাঠির নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জিয়াউল আহসান ফুয়াদ হত্যা মামলায় ৮নং সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আকতার ওরফে জেসমিন কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ইউনিয়নের চৌদ্দবুড়িয়া কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য চেয়ারম্যানকে গ্রেফতারে অংশ নেন। চেয়ারম্যান জেসমিন কাজী নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী। ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর জেসমিন কাজী দুই দফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
ফুয়াদ কাজী প্রয়াত ওবায়েদ কাজীর ছোট ভাই ও জেসমিন কাজীর দেবর।