আভদিভকা থেকে পিছু হটার সময় ২৫ ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়া

0

আভদিভকা থেকে পশ্চাদপসরণের সময় ২৫ ইউক্রেনীয় সেনাকে আটক করেছে রাশিয়া। ইউক্রেনের শীর্ষ জেনারেল ওলেকসান্দার সিরস্কি এই তথ্য জানিয়েছেন।

খবর অনুসারে, ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ওলেকসান্দার সিরস্কি স্থানীয় গণমাধ্যম ইউক্রেনফর্মকে বলেছেন, তারা এই সৈন্যদের মুক্ত করার জন্য সবকিছু করছেন।

এদিকে রাশিয়া ও ইউক্রেন নিহত সেনাদের লাশ বিনিময় করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা কমারসান্ত। রাষ্ট্রীয় দুমার সদস্য শামসাইল সারালিয়েভ জানিয়েছেন, রাশিয়া ২৯টি এবং ইউক্রেন ১২১টি মৃতদেহ গ্রহণ করেছে।

সামরিক অভিযান বিষয়ক সংসদীয় সমন্বয় গ্রুপের প্রতিনিধি সারালিয়েভ রাশিয়ার আরবিসিকে বলেন, ‘আমাদের ২৯ জন নিহত সেনার লাশ ফেরত দেওয়া হয়েছে।’

গত ১৫ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় আভদিভকা শহর থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয় ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে আভদিভকায় প্রায় ৩৪ হাজার মানুষের বসবাস ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here