আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া জানাল ইরান

0

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি সামরিক বাহিনী ও অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ৩৮ জন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্যও রয়েছে। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here