জেলা তথ্য অফিসের উদ্যোগে রংপুরের গংগাচড়ায় শুক্রবার সকালে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষীটারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক শাহ্ আলম।