লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন পোথাস

0

সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। তার অধারাবাহিক পারফরম্যান্সের জন্য চলছে তুমুল সমালোচনা। এর যৌক্তিক কারণও রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়ার পর প্রথম টেস্টেও তিনি ছিলেন ব্যর্থ। তার ওপর প্রশ্ন উঠছে টেস্টে তার উইকেট বিলিয়ে আসার ধরন নিয়ে। তবে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার থেকে ভালো কিছুর আশা করছেন বাংলাদেশ কোচ নিক পোথাস।

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। সেই টেস্ট শুরুর আগেরদিনও আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে তিনিই টাইগারদের প্রতিনিধি হয়ে এসেছিলেন। এ সময় লিটনকে নিয়ে পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’ 

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here