আউডির সাথে আইপিডিসির বিশেষ অটো লোন ক্যাম্পেইন

0

বাংলাদেশের বাজারে প্রথম ফাস্ট-চার্জিং গাড়ি আউডি ই-ট্রন ক্রয়ে আইপিডিসি অটো লোন গ্রাহকদের জন্য দিচ্ছে গাড়ির মূল্যের ৯০% পর্যন্ত লোন সুবিধা। এই লোন পরিশোধ করা যাবে ৬ বছর পর্যন্ত।

টেকসই পরিবহনব্যবস্থার ক্রমবর্ধমান গুরুত্বের কথা মাথায় রেখে আউডি এই গাড়িটি নির্মাণ করে। স্বল্প শক্তি খরুচে এবং স্বল্প কার্বন নিঃসরণকারী এই গাড়িটি বাংলাদেশের বাজারে এনেছে আউডি। আইপিডিসি ফাইন্যান্স এই যুগোপযোগী গাড়িটি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদেরকে অটো লোন সুবিধা প্রদানে বিশেষ ক্যাম্পেইনটি শুরু করেছে। আগামী ১৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত অফারটি প্রযোজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here