মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান রেখে প্রতিবছরের মতো এবছর ও কানাডার প্রাদেশিক আইনসভা (কুইন্স পার্কে) বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এর উদ্যোগে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়েছে।
পতাকা উত্তোলনের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাদেশিক আইনসভা সংসদের স্পিকার টেড আর্নট, এনডিপি পার্টির এমপিপি ডলি বেগম, বিসিসিএস এর সভাপতি সেবু চৌধুরী, কনজারভেটিভ পার্টির এমপিপি লোগান কানাপাথি, লিবারেল পার্টির এমপিপি মেরী মার্গারেট, কমিউনিটি ব্যক্তিত্ব ম্যাক আজাদসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সর্বস্তরের নারী পুরুষদের পদচারণায় মুখরিত ছিল পুরো কুইন্স পার্ক প্রাদেশিক আইনসভা। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীতে আবেগ আপ্লুত হয়ে সবাই যেন বাংলাদেশেই অবস্থান করছিল। প্রবাসীদের এই আয়োজনকে স্বাগত জানিয়েছে বিদেশীরাও।
আয়োজকরা জানিয়েছেন, মহান স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতির বলয়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।