গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৯ মার্চ) ইফতার পূর্ব এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা কমিটির সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
সবশেষ সভায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরগুলোকে পুনরায় চালু করণসহ শিক্ষকদের মাঝে এই সততার চর্চা বাড়ানোর তাগিদ তৈরির লক্ষ্যে নানা সুপারিশ তুলে ধরা হয়।