টেস্টে বাংলাদেশ কতটা শক্তিশালী জানে আয়ারল্যান্ড

0

আয়ারল্যান্ডের ইতিহাসে কেবল চতুর্থ টেস্ট। বাংলাদেশের জন্য তা হবে ১৩৭তম। দুই দলের পার্থক্য কেবল টেস্ট খেলার সংখ্যাতেই নয়, আছে আরও নানান জায়গাতেই। 

সাদা বলে দুই ফরম্যাটের কোনোটিতেই খুব একটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। টেস্টেও যে তাদের খুব বড় প্রত্যাশা নেই, সেটি অনুমিতই। ম্যাচের আগেরদিন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির কণ্ঠে বরং সাদা পোশাকে নামতে পারারই উচ্ছ্বাস। 

বালর্বিনি আরো বলেন, ‘বাংলাদেশ হবে আমাদের টেস্ট খেলা চতুর্থ প্রতিপক্ষ। ইংল্যান্ডে তাদের বিপক্ষে খেলা ছিল কঠিন। পাকিস্তান আমাদের প্রথম প্রতিপক্ষ ছিল। আফগানিস্তানের সঙ্গেও খেলেছি। টেস্টে নতুন দলের বিপক্ষে খেলা সবসময়ই দারুণ। এটা ইতিহাসের বইয়ে লেখা থাকবে। বাংলাদেশের সত্যি কিছু ভালো ক্রিকেটার আছে।’

‘তাদের কিছু টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারও আছে। আমরা বাংলাদেশের কয়েকজন পেসার ও স্পিনারকে দেখেছি। জানি কী করতে পারে তারা। টেস্ট ক্রিকেট আলাদা চ্যালেঞ্জ। খুবই আনন্দের বিষয় হচ্ছে খেলতে পারার রোমাঞ্চটা। আমরা সেরা টেস্ট দলের সঙ্গে খেলতে চাই আর বাংলাদেশ খুব ভালো টেস্ট দল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here