কলকাতায় দুই উড়োজাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক যাত্রী

0

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে একেবারে কাছাকাছি এসে পড়েছিলো দুইটি উড়োজাহাজ। তাতে মারাত্মক কোনও দুর্ঘটনা না ঘটলেও দুই উড়োজাহাজের ডানায় ঘষা লাগে। এতে একটি উড়োজাহাজের ডানার কিছুটা অংশ ভেঙে পড়েছে। রানওয়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় পাইলটের গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখছে দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থা। 

বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দ্বারভাঙার উদ্দেশে রওনা দিচ্ছিলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। উড়োজাহাজটি তখন উড়ানের প্রস্তুতি নিচ্ছিলো। সেই সময় রানওয়েতে যাওয়ার অনুমোদনের অপেক্ষা করছিলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটের একটি উড়োজাহাজ। সেসময় ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজটি ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিকে। এতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির কিছুটা অংশ রানওয়েতেই ভেঙে পড়ে। ইন্ডিগোর প্লেনটির ডানাও মুচড়ে যায়।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর উড়োজাহাজটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে চার শিশুও ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here