গাজীপুরে অপহরণ ও সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে র্যাব ১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের ফাওকাল এলাকা হতে প্রথমে মো: ফয়সাল আহমেদ নিলয়কে (২০) গ্রেফতার করে র্যাব। পরে তার দেওয়া তথ্য মতে সিটি করপোরেশনের শিববাড়ি বাসস্ট্যান্ড ও পশ্চিম ধীরাশ্রম এলাকা থেকে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য আসামিরা হলো নুরে আলম সিদ্দিকী নাসিম (২৭), মো: নাজমুল হাসান (১৯), মো: মফিজুল ইসলাম সুজন (৩৭) ও মো: চুন্নু মিয়া (৩৪)।
এ ঘটনায় ইজিবাইকের ফ্রন্ট গ্লাস, ১টি মোটর, ১টি কন্ট্রোলার, পাতি ১ সেট, ১টি ডিফেন্সার, ১ টি হেন্ডেল, ইজিবাইকের ৩টি চাকা, ১ সেট ছকেট জাম্পার, ১টি মাটঘাট, ১টি মিটার এবং ভিকটিমকে নির্যাতনের কাজে ব্যবহৃত ১টি কাঠের রোল সহ অপরাধের কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা র্যাবকে জানায়, ‘তারা একটি অপহরণ ও সংঘবদ্ধ ছিনতাই চক্র। দীর্ঘদিন যাবৎ এই চক্রটি রিক্সাচালক, ইজিবাইক চালকসহ সাধারণ মানুষকে টার্গেট করে অপহরণ করে মুক্তিপণ আদায় করা সহ ছিনতাইকৃত রিক্সা এবং ইজিবাইক বিভিন্ন অংশে খুলে জীম এন্টারপ্রাইজ দোকানের মাধ্যমে বিক্রি করে।’