লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

0

আবারও লেবাননে হামলা চালাল ইহুদিবাদি ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দু’টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি সেবা ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

মূলত গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে এবং লেবাননে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

এর আগে চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ছিলেন চারজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here