পাবনার ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঈশ্বরদী-খুলনা রুটে রেল চলাচল বন্ধ থাকায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডেই আছে উদ্ধারকারী ক্রেন। ইতোমধ্যে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে। যেহেতু ক্রেন ঘটনাস্থলের কাছেই আছে, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে খুব বেশি সময় লাগবে না বলে জানান শাহ সূফি নূর।