সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এরপর সকাল এগারোটায় জেলার কেন্দ্রীয় স্টেডিয়ামে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেকেই তাদের নিজ নিজ ডিসপ্লে প্রদর্শন করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন, পৌর মেয়র কাজিউল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।