যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ফ্রানসিস স্কট কি সেতুর সাথে একটি জাহাজের সংঘর্ষে হয়েছে। এতে সেতুটি ধসে পড়েছে বলে জানিয়েছে মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনায় অন্তত ২০ জন ও বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে গেছে বলে জানা গেছে। জরুরি অবস্থা জারি করেছে মেরিল্যান্ড কর্তৃপক্ষ। তিন কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে স্থানীয় যান চলাচল।
পুলিশের গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে বলেন, ‘আমি নিশ্চিত করে জানাচ্ছি, রাত ১টা ৩৫ মিনিটে বাল্টিমোর শহরের পুলিশকে আংশিকভাবে ধসে পড়া সেতুর বিষয়ে সংবাদ দেওয়া হয়। ফ্রানসিস স্কট কি সেতুর কাছে কর্মীরা পানিতে আটকা থাকতে পারেন।
জাহাজ নিরীক্ষক ওয়েবসাইট মেরিনট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ দালি আজ মঙ্গলবার সকাল থেকে এই সেতুর নিচে আটকা পড়ে আছে।