এবার স্বস্তিকার নিশানায় দুই প্রযোজক

0

‘শিবপুর’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার দাবি, দীর্ঘ এক মাস ধরে ইমেলে তাকে হেনস্থা করেছেন ও ওই প্রযোজকরা।

সিনেমার দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিং রায় সম্পর্কে স্বস্তিকা বলেছেন, ‘চুক্তিপত্রে অজন্তা সিংয়ের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও এক জন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।’

কেন হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে স্বস্তিকা বলেছেন, ‘আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তাহলে আমার ম্যানেজার রয়েছেন কেন? মুম্বাইতে দিনের পর দিন কাজ করছি। ওখানে তো ‌অভিনেতার ম্যানেজারই সবকিছু নিয়ন্ত্রণ করেন।’

স্বস্তিকা আরও বলেছেন, ‘আমার ছবি মর্‌ফ করা সেই ন্যুড ছবির স্যাম্পল ইমেলে পাঠিয়েছিলেন সন্দীপ সরকারের এক পরিচিত।’ ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তার পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্থা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’ 

নিজের ম্যানেজারকে হেনস্তা করা হয়েছে দাবি করে স্বস্তিকা বলেছেন, ‘আমার ম্যানেজার স্কুটি চালান। ওকে ইমেলে বলা হয়েছে যে, রাস্তায় কোনও দুর্ঘটনা ঘটতেই পারে!’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here