মেহেরপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

0

মেহেরপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল. আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরির চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here