মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাগণ।
এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রবীর দেবনাথসহ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।