আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলেন এরদোয়ান, রাষ্ট্রদূতকে তলব

0

ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তেলআবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিককে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিককে তলব করলেন কাৎজ।

গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের দিক-নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেয়ার পর ইসরায়েল তুরস্কের কূটনীতিক তলবের পদক্ষেপ নিল।

এরদোয়ানের এই বক্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিবাদ করেন। এছাড়া, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন দেয়ার জন্য তিনি উল্টো তুরস্ককে অভিযুক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here