২৫ মার্চের বর্বরোচিত গণহত্যাকে স্মরণ করে সোমবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস।
এদিনে পাকিস্তান সামরিক জান্তার কুখ্যাত অভিযান ‘অপারেশন সার্চলাইট’ এ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বালন, প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা করা হয়।
হাইকমিশনার মোঃ শামীম আহসানের সভাপতিত্বে ফাস্ট সেক্রেটারি রেহেনা পারভিনের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।