বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা ১১টার দিকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেনক সুলতান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগাতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ভয়াল কালো রাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।