মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে অবশ্যই ‘একগুঁয়ে’ হওয়া বন্ধ করতে হবে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রতিবেশীদের সঙ্গে সংলাপের চেষ্টা করতে হবে। তার পূর্বসূরি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এই মন্তব্য করেছেন।
চীনপন্থী নেতা হিসেবে পরিচিত মুইজু দ্বীপপুঞ্জের দেশটিকে ঋণ মওকুফ দিতে ভারতের প্রতি আহ্বান জানানোর কয়েকদিন পর সোলিহ এ মন্তব্য করলেন।
মাফানুতে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সংসদীয় প্রার্থীদের পক্ষে সমর্থন আদায়ের জন্য মালেতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোলিহ বলেন, তিনি মিডিয়া রিপোর্ট দেখেছেন যে মুইজু ঋণ পুনর্গঠনের জন্য ভারতের সাথে কথা বলতে চান। তবে আর্থিক চ্যালেঞ্জ ভারতীয় ঋণের কারণে নয়, সোলিহকে উদ্ধৃত করে স্থানীয় নিউজ পোর্টাল এই তথ্য জানিয়েছে।
সোলিহ বলেন, চীনের কাছে মালদ্বীপের ১৮ বিলিয়ন ঋণ রয়েছে। যেখানে ভারতের কাছে ৮ বিলিয়ন। পরিশোধের সময়সীমা ২৫ বছর।