গজারিয়ার প্লাইবোর্ড গুদামের আগুন ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

0

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্লাইবোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। টানা ১৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

রবিবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কারখানায়। শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার ছিল। গুদামের আগুনের ফুলকি বাতাসের মাধ্যমে ওই ট্রলারগুলোয় পড়লে মালামালসহ ট্রলারও পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমদিকে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এরপর নারায়ণগঞ্জের আরও চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কুমিল্লা থেকেও ফায়ার সার্ভিসের আরও কয়েকটি দল আসে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ওই কারখানার ৭জন শ্রমিক আহত হয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, প্লাইবোর্ড কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে ভালো করে পরীক্ষা নিরীক্ষা চলছে কোথাও আগুন জ্বলছে কিনা।  

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here