সিডনিতে শনিবার (২৩ মার্চ) নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। একাডেমীর কর্ণধার রাজেশ ও মৌসুমী সাহা দীর্ঘদিন ধরে এ উৎসবটি পালন করে আসছে।
এবার রমজান মাসে এ উৎসব হওয়াতে নৃত্যাঞ্জলী ডান্স একাডেমী একাধারে ইফতার ও হোলি ইভেন্ট চমৎকারভাবে মিশেল করে এক অনবদ্য বাঙালি সংস্কৃতির নতুন ধারা সূচনা করেছে।