ক্রিকেটের নন্দনকাননে ধূমপান, বিপাকে শাহরুখ

0

আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ছিলো শনিবার। সন্ধ্যায় খেলা দেখতে কলকাতার ইডেন গার্ডেনে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ। তাকে পেয়ে কলকাতায় খুশির জোয়ার ওঠে। কিন্তু এক কাণ্ডেই সেই সুখস্মৃতি বিষিয়ে উঠেছে। এক ‘ধূমপান’ই শাহরুখকে করেছে বেশ সমালোচিত।

কলকাতা উত্তেজনা পূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। সেই টানটান উত্তেজনার খেলায় সময় শাহরুখের ধূমপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এক্স ব্যবহারকারীরা বলছেন, শাহরুখ খান প্রকাশ্যেই ধূমপান করেছেন, যা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিসিসিআই মাঠের ভেতরে ধূমপান করতে দিচ্ছে? এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান, আপনার লজ্জা হওয়া উচিত।

তবে এ বিষয়ে শাহরুখ এখনো কোনো মন্তব্য করেননি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here