প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। সোমবার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাবের শীর্ষ দুই নেতা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও জাতীয় প্রেস ক্লাবে ২১ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
জানা গেছে, সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। এছাড়া গণমাধ্যমের বিভিন্ন সংকট তুলে ধরে তা সমাধানে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় প্রধানমন্ত্রী গণমাধ্যমের নানা সংকট নিরসনের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী গণমাধ্যমের বিকাশে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।