ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে স্বাভাবিক অবস্থায় ফিরতে লেগে গেছে অনেকটা সময়। সেই কঠিন সময় পার করে অবশেষে কদিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন। এবার চেনা আঙ্গিনা মাঠেও ফিরলেন ঋষভ পান্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে আইপিএলের চলতি মৌসুমে খেলছেন তিনি। এদিকে সুস্থ হয়ে মাঠে নামতেই এক ভক্ত উর্বশী রাউতেলাকে অনুরোধ করলেন পান্থকে বিয়ে করার।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভক্ত উর্বশীকে অনুরোধ করে বলেন, ‘ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওকে বিয়ে করেন, তবে আমাদেরও খুবই ভাল লাগবে।’
একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ২০১৮-১৯ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।